চর আমখাওয়ায় ইউনিয়নের ফেরিওলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

চর আমখাওয়ায় ইউনিয়নের ফেরিওলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সময় লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া ২৪০ জনসহ সারা ইউনিয়নে ৩৫০ জন ফেরিওলাদের মধ্যে ১০ কেজি চাল ও দেড় কেজি করে আলু বিতরণ করা হয়। ১১ এপ্রিল চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের ব্যাপারীপাড়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

খাদ্য সামগ্রী বিতরণ করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম ও অফিস সহকারী মোকদম আলী, সাকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান রাজা, আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান. সাংবাদিক বোরহানউদ্দিন ও মোস্তাইবিল্লা।

ত্রাণ বিতরণের সময় বক্তাগণ করোনাভাইরাসের প্রাদূর্ভাব সম্পর্কে জনগণকে সচেতন করেন, যার যার বাড়িতে অবস্থানের জন্য বলেন। নিজে করোনাভাইরাস থেকে বাচুঁন, দেশকে বাচাঁন।