সাধুরপাড়ায় কর্মহীন অটো ও ভ্যান চালকদের মাঝে ত্রাণের চাল বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ভ্যান চালক ও অটোরিকশা চালকদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধুরপাড়া ইউনিয়নের ১৬০ জন কর্মহীন ব্যক্তিকে ত্রাণের চাল বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু ।
চাল বিতরণকালে ট্যাগ কর্মকর্তা মঞ্জুরুল হক, ইউপি সদস্য নুরু , রফিকুল ইসলাম, সুজন মিয়া উপস্থিত ছিলেন।