বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলছে : শিক্ষামন্ত্রী দীপু মনি

সরিষাবাড়ীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, ‘আজকের বাংলাদেশ সারাবিশ্বের বিস্ময়। আজকের বাংলাদেশ সারাবিশ্বের উন্নয়নের রোল মডেল, নারীর ক্ষমতায়নের রোল মডেল, দুর্যোগ প্রতিরোধের রোল মডেল। বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলছে। জাতির পিতা শেখ মুজিব মাত্র তিনবছরে বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে মুক্তির পথে দাঁড় করান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এখন যে রূপে দেখতে পাই; তা মূলত জাতির পিতা শক্ত ভিত সৃষ্টি করে গেছেন। আর শেখ হাসিনা দেশের উন্নয়নে যা করছেন, আগামী শত শত বছরের জন্য চিন্তা করেই মজবুত ভিত্তি সৃষ্টি করছেন।’

২৯ ফেব্রুয়ারি রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম (গণময়দান) মাঠে রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিকিৎসক দীপু মনি আরো বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কোনো রাজনৈতিক মামলায় আটক নন, এতিমের টাকা আত্মসাৎ করায় দুর্নীতির মামলায় তিনি জেল হাজতে আছেন। তাঁর বাঘা বাঘা উকিলরাও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে, বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেন নাই। যে পদ্ধতিতে তাঁর মুক্তি সম্ভব তা না করে বিএনপির নেতারা নোংরা রাজনৈতিক খেলায় মেতেছেন।’

দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যাতে উদ্যোক্তা হতে পারে, চাকরির জন্য দ্বারে দ্বারে না ঘুরতে হয়; সেজন্য নতুন কারিকুলাম তৈরি করে কর্মসংস্থানমূলক শিক্ষা ব্যবস্থা প্রণনয়ন করা হয়েছে। আইসিটি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাচ্ছে।’

অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। মেরিন প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকি বিল্লাহ্।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড. মুহাম্মদ সামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।