জামালপুরে প্রবীণ হিতৈষী সংঘের মেন্দা উৎসব

উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে প্রবীণ হিতৈষী সংঘের মেন্দা উৎসব। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রবীণদেরও রয়েছে আনন্দ বিনোদনের মাধ্যমে জীবনকে উপভোগ্য করে তোলার অদম্য ইচ্ছা। ১৩ ফেব্রুয়ারি জামালপুর প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে অন্যরকম চড়ুইভাতির মাধ্যমে মেন্দা বা পিঠালি উৎসবের আয়োজন করে।

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জামালপুরের অন্যতম বিনোদন কেন্দ্র চাইল্ড সিটিতে দিনব্যাপী প্রবীণদের মিলনমেলায় মুখর হয়ে উঠে পর্কের সবুজ প্রাঙ্গণ। স্মৃতি চারণ, গল্প, ঘোরাফেরা এবং আড্ডায় মেতে উঠে তারা দিনভর।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এস এম মোশারফ হোসেন উরফে ফজল শেখ বলেন আমরা কর্মজীবন শেষ করে চাকরি থেকে অবসর নিয়েছি ঠিকই কিন্তু সমাজ উন্নয়নে নানাভাবে অবদান রাখছি। নানা কর্মব্যস্ততায় এখনো আমরা সচল আছি। দেশকে, সমাজকে আমরাও কিছু দিতে চাই। পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে মাঝে মধ্যে এধরনের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় মেন্দা উৎসবের আয়োজন করা হয়েছে। ৪০ জন প্রবীণ এই ব্যতিক্রম উৎসবে উপস্থিত ছিলেন।