এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ করায় সরিষাবাড়ীতে ৩ জনের জেল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে তিনজন ফটোকপির দোকান মালিককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ডাকাতিয়া মেন্দা গ্রামের জামাল মিয়ার ছেলে মাহমুদুল হাসান (২৩), পিংনা কলেজপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রেজাউল হক (৪০) ও বারইপটল গ্রামের খোকার ছেলে দোলন (৩০)।

নির্বাহী হাকিম আরিফুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘নিয়ম ভঙ্গ করে পিংনা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশে তিনজন ব্যবসায়ী ফটোকপির দোকান চালু রাখেন। স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরীক্ষার নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের তিনজনকে ১৪৪ ধারায় সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।’