জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) পালন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ ফেব্রুয়ারি এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী শহরের খেজুরতলাস্থ সদর আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল হোসেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্যরা সভায় উপস্থিত থাকবেন। ওই সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান  জানানো হয়।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেলসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বর্ধিত সভা সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।