সরিষাবাড়ীতে ডায়রিয়ায় দুই শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডায়রিয়ায় ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মাত্র দু’দিনের ব্যবধানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে অর্ধশতাধিক। ২৮ জানুয়ারি রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের স্বপন মিয়ার ছেলে ইয়াসিন আরাফাত (১৪ মাস) ও পৌরসভার শিমলাপল্লী গ্রামের আল-আমিন হোসেনের ছয় মাস বয়সী শিশু আলিফ হাসান। তবে আলিফ হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুইদিনে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে যায় অন্তত আরো ৩০ জন। গুরুতর রোগীদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আলিফকে পরিবারের লোকজন ২৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পরই জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত শিশু ইয়াসিন আরাফাতকে একইদিন রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করার দুই ঘন্টা পর মারা যায়।

এছাড়া ভর্তিকৃতদের মধ্যে গুরুতর রোগীরা হল- আবু সাঈদ (১৮ মাস), জিহাদ (১৩ মাস), হাবিবা (১৪ মাস), কাউসার (৭ মাস), আফরিন (৭ মাস), হাসান (১৮ মাস), আব্দুর রহিম (৩ মাস), আদিবা (১০ মাস), আসমা (৮ মাস), নাবিল (১৬ মাস), জেসমিন (১৩ মাস), তাহমিদ (৭ মাস), শাকিল (১০ মাস), আছিয়া (১), রোশমিয়া (৪০), জবা (২০), খোরশেদুল (৪০), রোকেয়া (৫৫), তাসমিয়া (৪), বিউটি (২৬), সুরভি (৩০), ফুলমতি (৩২) ও আব্দুল আজিজ (৫৫)।

সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শাহেদুর রহমান ২৯ জানুয়ারি রাতে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘গত কয়েকদিন ধরেই সরিষাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছে। ২৮ জানুয়ারি রাতে মারা যাওয়া শিশু ইয়াসিন আরাফাতকে রাত ৮টার দিকে ভর্তি করার দুই ঘন্টার মধ্যে সে মারা যায়। ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল শিশুটি। মারা যাওয়া ছয় মাস বয়সের আরেক শিশু আলিফ হাসানকে তার স্বজনরা মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিল।’