বকশীগঞ্জে বিতর্ক ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিতর্ক ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘বাল্যবিয়েই নারীদের পিছিয়ে পড়ার কারণ’ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ‘কিশোরী রিসোর্স সেন্টার নিয়ে যা বুঝ’ বিষয় নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ২ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দু’টি বিষয়ের উপর ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় তিনজন ও অঙ্কন প্রতিযোগিতায় তিনজন নির্বাচিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার চক্রবর্তী।

ঝালরচর কিশোরী রিসোর্স সেন্টার ও রামরামপুর কিশোর সেন্টারের ১২ কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।