আঞ্জুমান মফিদুল ইসলামের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আঞ্জুমান মফিদুল ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। ছবি : এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, বার্ষিক সাধারণ সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। ২ জানুয়ারি সকালে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা জয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলাম জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীব মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি আইনজীবী নজরুল ইসলাম, চিকিৎসক আহম্মদ আলী আকন্দ, সহসাধারণ সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আসাদুল্লাহ খোকা, সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, ট্রাস্টি সদস্য জাফুরা রহমান হেনা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, আজীবন সদস্য শাহ নেওয়াজ জাহাঙ্গীর, হাজী নজরুল ইসলাম, প্রকৌশলী জোরআন আলী, আব্দুল আহাদ স্বাধীন, শামসুজ্জুহা টুটুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি।

অনুষ্ঠানের প্রথমেই আঞ্জুমান মুফিদুল ইসলাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি ২০১৯ সালের সংগঠনের আয়-ব্যয় সংক্রান্ত খাতওয়ারী হিসাব পড়ে শুনান। আলোচনা সভা শেষে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।