ইসলামপুরে মেধাবী শিক্ষার্থীদের সিডস এর পক্ষ থেকে পুরস্কার

মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেন উন্নয়ন সংঘের প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার গুণগত ও মানোন্নয়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর গত বার্ষিক পরীক্ষায় ভালো ফল অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে। এইদিন ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলকান্দি টি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, খাতা, ইত্যাদি উপকরণ দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার, উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী শওকত উসমান প্রমুখ।

সভায় উন্নয়ন সংঘের পক্ষ থেকে বলা হয়, অন্যান্য শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়। সিডস প্রকল্পের আওতায় ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ, দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস) প্রকল্পটি উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে বাস্তবায়ন করে আসছে।