ইসলামপুর মুক্ত দিবস পালিত

ইসলামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ এর এইদিনে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুর উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে ৭ ডিসেম্বর ইসলামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মানিকুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন, বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন স্বাধীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, যুগ্মসম্পাদক ফরিদ উদ্দিন আহমদ, ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা আনছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল প্রমুখ।

অন্যানের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।