বকশীগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের অধীনে দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশন কার্যক্রম পরিচালনা করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলাম।

ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এতে সভাপতিত্ব করেন কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান।

আবদুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন এসএমসির সদস্য ওরিয়েন্টশনে অংশ নেন।