প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল জামালপুরের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

পাকিস্তান আমলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনের প্রতি সমর্থন দেওয়ার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে জামালপুরে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মিলনমেলা আয়োজনের অনুমতি ও সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা। ১ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কমিটি এ স্মারকলিপি পেশ করে।

এ উপলক্ষে ১ ডিসেম্বর সকালে জামালপুরের ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক কিরন আলী, সদস্য সচিব মো. হেলাল ও কমিটির সমন্বয়ক ও সহযোগিতাকারী যুবলীগ নেতা মো. নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, ১৯৪৯ সালে পাকিস্তানী শাসকদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে ছাত্রত্ব হারিয়েছিলেন। পরবর্তীতেও বঙ্গবন্ধু সারাদেশের চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্বার্থ রক্ষায় সব সময় পাশে ছিলেন। বঙ্গবন্ধু নিজেই তার আত্মজীবনীতে বিষয়টি লিখে গেছেন। কিন্তু রহস্যজনক কারণে ১৯৫০ সালে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির গঠনতন্ত্রের ইতিহাসে বঙ্গবন্ধুর সেই ত্যাগের বিষয়টি তুলে ধরা হয়নি। বঙ্গবন্ধুর সেই সহমর্মিতার ৭০ বছরপূর্তি উপলক্ষে জামালপুরে চতুর্থ শ্রেণির কর্মচারীদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মিলনমেলার আয়োজন করে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অনুষ্ঠান আয়োজনের অনুমতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে যোগ দিতে জামালপুরে আসবেন বলে আয়োজকরা আকুল আবেদন জানিয়েছেন।

পরে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকিলিপি পেশ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তাদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।