মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বাজারে একটি ফার্ণিচারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে দোকান মালিক তার ফার্ণিচারের দোকান খুলতে গিয়ে বিষয়টি টের পান।
জানা গেছে, বাঁশচড়ার জামিরা বাজারে রফিকুল ইসলামের ফার্ণিচারের দোকানটি কয়েকদিন যাবত বন্ধ হয়ে আছে। ১৮ অক্টোবর তার কাজের প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য দোকান খোলা হলে দোকানে থাকা ফার্ণিচার তৈরির বিভিন্ন প্রজাতির কাঠ, রোটার মেশিন, ডিল মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চুরি হয়েছে বলে বিষয়টি বুঝতে পারেন।
ফার্ণিচারের দোকান মালিক রফিকুল ইসলাম জানান, বেশ কয়েকদিন যাবত ব্যক্তিগত ঝামেলার কারণে দোকানটি বন্ধ করে রাখি। ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে আমার কিছু কাজের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে দোকান খুলে দেখি ফার্ণিচারের অনেক কিছুই চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি নরুন্দি তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান।