আবরার হত্যার প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ, মিছিল

আবরার হত্যার প্রতিবাদে জামালপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখা। ৯ অক্টোবর বেলা ১২টার দিকে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহ্ মো. আব্দুল্ল¬াহ আল মাসুদ। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমজাদ হোসেন ও মো. আনিসুর রহমান বিপ্ল¬ব, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ও মাহমুদুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, পৌর ছাত্রদলের সভাপতি ইমরান কায়সার, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন ও জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সভাপতি এম শাকিল শুভ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ ঢাকায় বুয়েটে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে জেলা জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের নেতৃত্বে মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়।