জামালপুরে চরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহা-পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

চরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত খামার উৎপাদন ব্যবস্থার গুরুত্ব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ পরমাণূ কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকালে জামালপুর বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পিআইইউ-বিএআরসি, এনএটিপি-২ পিবিআরজি উপপ্রকল্প (প্রকল্প আইডি-০৯৬) এর অর্থায়নে জামালপুর সদর উপজেলার নাওভাঙ্গা চরে ফসল প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ, বনায়ন ও বসতভিটার চাষাবাদ পদ্ধতির সমন্বিত ব্যবহার করে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের পারিবারিক আয় ও জীবনযাত্রার মান উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে চরের কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিনা ময়মনসিহং প্রধান গবেষক এসএসও ড. রীমা আশরাফীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহা-পরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. নুরুল ইসলাম, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (পিএসও) ড. মো. মনজুরুল কাদির, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল আজম খান, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাখাওয়াত ইকরাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিনা জামালপুর উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সুনন্দা সরকার প্রমা, পরীক্ষণ কর্মকর্তা মো. আব্দুল বাকী।

প্রশিক্ষণ কর্মশালায় সমন্বিত খামার উৎপাদন ব্যবস্থার উপর সম্যক ধারণা দেওয়া হয় এবং কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে খামার ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহ পরিলক্ষিত হয়। কর্মশালায় কৃষকরা বিভিন্ন সমস্যা ও তা সমাধান বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণে কৃষকরা লাভবান হওয়ার বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা ময়মনসিংহ সহযোগী প্রধান গবেষক (এসএসও) কৃষিবিদ মাহবুবুর রহমান খান।