অনুর্ধ্ব-১৭ ফুটবলে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন চ্যাম্পিয়ন

চরঅষ্টধর ইউনিয়ন একাদশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের বালক অনুর্ধ্ব-১৭ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা ১৩ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজন করে।

টুনার্মেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় নির্ধারিত সময় পেরিয়ে টাইব্রেকারে নকলা পৌরসভাকে ৩-২ গোলে হারিয়ে ৮ নম্বর চরঅষ্টধর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোসারফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মো. শরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মো. সামিউল হক মুক্তা, এমবি টিভির প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।