দেওয়ানগঞ্জে ফলদ বৃক্ষমেলা শুরু

ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেওয়ান ইমরান, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক নাজনীন বেগম, পৌর কাউন্সিলর সেলিনা আক্তার প্রমুখ।

মেলায় ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বৃক্ষমেলার সমাপনী হবে।