বিয়াঙ্কার কাছে হারলেন সেরেনা

বিয়াঙ্কা আন্দ্রেসকু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১৯৯৯ সালে ইউএস ওপেন জেতার মধ্য দিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয় করেন সেরেনা উইলিয়ামস। তার নয় মাস পর কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেন বিয়াঙ্কা আন্দ্রেসকু। অর্ধেক বয়সী সেই কানাডিয়ান তারকার কাছে পরাস্ত হয়ে রেকর্ড স্পর্শ করতে পারলেন না সেরেনা। আর প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেই শিরোপা জয় করলেন ১৯ বছরের বিয়াঙ্কা। কানাডার হয়ে নারী এককে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডও গড়েন তিনি।

দশম বারের মতো ইউওস ওপেনের ফাইনালে উঠেছিলেন সেরেনা। গত বছরও ইউএস ওপেনের ফাইনালিস্ট ছিলেন তিনি। সেবার নাওমি ওসাকার কাছে হেরে যান মার্কিন তারকা। এবার মার্গারেট কোর্টোর সমান সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয় করতে চেয়েছিলেন তিনি। তবে স্বপ্নটা অধরাই থেকে গেল। বিয়াঙ্কার কাছে ৬-৩, ৭-৫ গেমে হারের কষ্টে শেষ করলেন বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম।

ম্যাচের আগে বিয়াঙ্কা বলেছিলেনর আজ থেকে এক বছর আগেও যদি কেউ বলতো আমি সেরেনার বিপক্ষে ইউএস ওপেনের ফাইনাল খেলব, তবে নির্ঘাত তাকে পাগল সাব্যস্ত করতাম।তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল মঞ্চে শুরু থেকে দাপট ছিল বিয়াঙ্কার। প্রথম সেটে তো সেরেনাকে একেবারেই লড়াই করতে দেননি। ৬-৩ গেমে সেরেনাকে ফোরহ্যান্ডে পরাস্ত করেন এ কানাডিয়ান তরুনী।

দ্বিতীয় সেটে এক পর্যায়ে ৫-১ গেমে লিড নেন ১৫তম বাছাই। এরপর প্রবল প্রতিরোধ গড়েন সেরেনা, ৫-৫ গেমে সমতায় ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি মার্কিন তারকার। ৭-৫ গেমে জিতে ইতিহাস গড়লেন বিয়াঙ্কা। ২০০০ সালে জন্ম নেওয়া প্রথম কোনো তারকা শিরোপা জিতল কোনো গ্র্যান্ডস্ল্যামের।

এর আগে কোনো গ্র্যান্ডস্ল্যামে বিয়াঙ্কা তৃতীয় রাউন্ডেও যেতে পারেননি। অথচ এবার ইউএস ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত করলেন এ তরুনী। ২০০৪ সালে মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন বিয়াঙ্কা। টিনএজার হিসেবে শারাপোভার পর ফ্লাশিং মিডোসেও প্রথম শিরোপা জিতলেন তিনি।

অপরদিকে, সবশেষ ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জয় করেছিলেন সাবেক এক নম্বর তারকা। এরপর সন্তান অলিম্পিয়ার জন্মের কারণে কোর্টের বাইরে ছিলেন তিনি। ফিরে এসে চারবার ফাইনাল খেললেও প্রত্যেকেবারই শিরোপা বঞ্চিত হলেন সেরেনা।এবিনিউজ২৪।