ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল নরুন্দি রেলস্টেশনে অবকাঠামো উন্নয়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জামালপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় ফাঁকা, কিন্ডার গার্টেন, মাদরাসায় বাড়ছে শিক্ষার্থী মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

জামালপুরে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ১ ও ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা ২ সেপ্টেম্বর পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর বিকেলে সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভার আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগম রাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম দিলিপ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আনজু মনোয়ারা বেগম হেনা, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার ও যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী।

এছাড়া এতে অন্যান্যের মধ্যে ৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি গণি মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য জেনিন তাসনিন জোনাকি ও শামীমা আক্তার মুক্তা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা বেগম। কর্মীসভায় ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একইদিন সকাল ১১টার দিকে পৌরসভার পাথালিয়ায় আব্দুল খালেক স্মৃতি পাঠাগারে ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মোর্শেদা বেগম ডেইজির সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। সভা সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক রাহিমা আক্তার।

১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসা আলী ইব্রাহীম, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মুকুল, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার, যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিমুল ও মেলান্দহ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান বাদশা প্রমুখ। কর্মীসভায় ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মীসভায় বক্তারা বলেন, নারী নেতৃত্ব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরুষদের পাশাপাশি নারীরাও আজ ঘরে বসে নেই। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরাও কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, দেশের সর্বক্ষেত্রে নারীরা আজ অংশগ্রহণ করছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা দিচ্ছেন। বক্তারা আগামী দিনে পুরুষদের পাশাপাশি নারীদের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ

জামালপুরে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ১ ও ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা ২ সেপ্টেম্বর পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর বিকেলে সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভার আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা বেগম রাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম দিলিপ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আনজু মনোয়ারা বেগম হেনা, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার ও যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী।

এছাড়া এতে অন্যান্যের মধ্যে ৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি গণি মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য জেনিন তাসনিন জোনাকি ও শামীমা আক্তার মুক্তা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা বেগম। কর্মীসভায় ৪ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একইদিন সকাল ১১টার দিকে পৌরসভার পাথালিয়ায় আব্দুল খালেক স্মৃতি পাঠাগারে ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মোর্শেদা বেগম ডেইজির সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। সভা সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক রাহিমা আক্তার।

১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিৎসা আলী ইব্রাহীম, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মুকুল, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার, যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিমুল ও মেলান্দহ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান বাদশা প্রমুখ। কর্মীসভায় ১ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মীসভায় বক্তারা বলেন, নারী নেতৃত্ব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরুষদের পাশাপাশি নারীরাও আজ ঘরে বসে নেই। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরাও কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, দেশের সর্বক্ষেত্রে নারীরা আজ অংশগ্রহণ করছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা দিচ্ছেন। বক্তারা আগামী দিনে পুরুষদের পাশাপাশি নারীদের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান।