মেলান্দহে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি, আর নয় চাকরি খোঁজা হবো সাহসী, হবো উদ্যোক্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৩০ আগস্ট শুরু হয়েছে। মেলান্দহের মালঞ্চ আল আমিন জামেরিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।

ঢাকাস্থ মেলান্দহ সমিতি আয়োজিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা প্রমুখ।

কর্মশালায় মেলান্দহ উপজেলার দুইশতাধিক বেকার যুবক-যুবতী অংশ নিয়েছে।