দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

বোরহান উদ্দিন/বিল্লাল হোসেন মন্ডল, সানন্দবাড়ী থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৪ আগস্ট বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর, পাঠাধুয়া পাড়া, মন্ডলপাড়া, সানন্দবাড়ী পশ্চিম পাড়া, বয়রাপাড়া, খোলাবাড়ী এলাকায় পাঁচশতাধিক পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি মসুর ডাল ও লবণ, এক লিটার সয়াবিন তেল এবং খাবার স্যালাইন দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান আকন্দ। এ সময় দাতাব্যক্তি ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সভাপতি ডি এম আশরাব, জ্যেষ্ঠ সহসভাপতি মাহমুদুল করীম ছালু, সহসভাপতি আলী হাসমত সামী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্মসম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ আলী জাবেদ, সদস্য আমিন, সাইফুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।