কনো কম্পিউটারের সাথে পরিচয় হলো শেরপুরের শিক্ষার্থীদের

শেরপুর সরকারি গণগ্রন্থাগারে কম্পিউটার কর্মশালায় প্রশিক্ষণ দেন বৃট্রিশ নাগরিক ট্রিমোথি গ্রিন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

উন্নত বিশ্বের সর্বাধুনিক শিক্ষাসহায়ক প্রযুক্তি মাইক্রোবিট এবং কনো কম্পিউটারের সাথে পরিচয় হলো শেরপুরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। ৬ আগস্ট দুপুরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বৃট্রিশ কাউন্সিল অয়োজিত এক কর্মশালার মাধ্যমে এ পরিচয় পর্ব সম্পন্ন হয়। এ দিন শহরের বঙ্গবন্ধু স্কয়ার মোড়ে শেরপুর সরকারি গণগ্রন্থাগারে ওইসব শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কোডিং বা কম্পিউটার প্রোগ্রামিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন বৃট্রিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রাম ম্যানেজার তামিম মোস্তফা।

এসময় বৃট্রিশ কাউন্সিলের টেকনিক্যাল লিড টিমোথি গ্রিন এবং আইসিটি কো-অর্ডিনেটর মিশাল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, তথ্য ভিত্তিক অনলাইন আওয়ার শেরপুরের সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা শহরের বিভিন্ন স্কুলের ১০ থেকে ১৫ বছর বয়সি ১৫০ জন শিক্ষার্থী পৃথক ৩টি দলে অংশ নেয়।