নকলায় জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শেরপুরের নকলা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে দেশি জাতের পুনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ।

এ সময় মৎস্যজীবি, মৎসচাষী, মৎস্য খামারি, মাছের খাবার বিক্রেতাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।