বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারস-এর মধ্যে পাইলট প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত

বাংলারচিঠিডটকম ডেস্ক: হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ ও চালানোর ওপর বিশেষ প্রশিক্ষণসহ বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রাশিয়ান হেলিকপ্টারস-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম ও রাশিয়ান হেলিকপ্টারস-এর ডিরেক্টর (সেল্স) আরতেম ফেতিসব গত ৩০ মে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ৮ জুন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিকে একথা জানানো হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, রাশিয়ান কোম্পানি রাশিয়ার উলান-উডে-তে এবং বাংলাদেশে বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান স্টাফদের প্রশিক্ষণ প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারস-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বরে রাজধানীর পিলখানা এলাকার বিজিবির এয়ার উইং এর জন্য দু’টি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র : বাসস