জামালপুরে সাংবাদিক মোস্তফা মনজুসহ আন্দোলনরত সাংবাদিকদের হুমকি

সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডকম

পেশাগত দায়িত্ব পালনকালে কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজুর ওপর হামলাকারীরা গ্রেপ্তার এড়াতে আগাম জামিনে বেরিয়ে মোস্তফা মনজুসহ আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ৩১ মে বেলা ১১টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ অভিযোগ করেন।

কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুর ওপর হামলাকারী স্ট্যাম্প ভেন্ডার ও জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক জনকন্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক নুরুল হক জঙ্গী, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, প্রথমআলোর সাংবাদিক আব্দুল আজিজ, সংবাদের সাংবাদিক সুশান্ত কানু, ইউএনবি’র সাংবাদিক বজলুর রহমান, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলারচিঠিরডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ জার্নালের সাংবাদিক সৈয়দ শওকত জামান, সাপ্তা‌হিক শুভসম‌য়ের সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, সংবাদ প্রতিদিনের সাংবাদিক মো. আনোয়ার হোসেন, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা বলেন, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু পেশাগত দায়িত্ব পালনকালে জামালপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের জালিয়াতিচক্রের হোতা পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে হামলাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করে। ৩০ মে মামলাটির নয়জন আসামি বেশ দাপটের সাথে আদালত প্রাঙ্গণে হাজির হয়ে আদালত থেকে জামিন নিয়ে সাংবাদিক মোস্তফা মনজুসহ আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের হুমকি ও ভয়ভীতির মুখে জামালপুরে কর্মরত সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সার্বিক নিরাপত্তার দাবি জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনকারী হাসানুজ্জামান খান রুনুর স্ট্যাম্প ভেন্ডার সনদ বাতিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে জামালপুর থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত গত ২৮ মে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গিয়ে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু সেখানে সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার দিন রাতেই এ ব্যাপারে সাংবাদিক মোস্তফা মনজু বাদী হয়ে স্ট্যাম্প ভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে প্রধান আসামি করে নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।