ইসলামপুরে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু

ভিজিএফ চাল বিতরণ করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা, পার্থশী ও বেলগাছা ইউনিয়নে সরকারের বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফের চাল দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে। ৩০ মে সকালে এ তিনটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় এবারের ঈদে ৫৯ হাজার ৫৬৬ জন ভিজিএফ কার্ডধারী দুঃস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

বেলগাছা ইউনিয়নের দু:স্থদের ভিজিএফের চাল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

চাল বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামান আবদুন নাছের বাবুল, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুলসহ ইউপি সচিব ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।