বকশীগঞ্জে এসএসসি ও সমমানে ফল বিপর্যয়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে পাশের হার কমেছে এসএসসি পরীক্ষাথীদের। একই সঙ্গে জিপিএ-৫ কমেছে।

জানা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দুই হাজার ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে এক হাজার ২১২ জন। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী। এসএসসিতে পাশের হার ৫৭ দশমিক ০৬ শতাংশ। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭৫ দশমিক ৮২ শতাংশ। ২০১৮ সালে জিপিএ-৫ ছিল ৬৭ জন।

২০১৯ সালে দাখিল পরীক্ষায় ৬৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৬৯ জন। দাখিলে পাশের হার ৫৪ দশমিক ৮২ শতাংশ। দাখিলের ফলাফলে একজনও জিপিএ-৫ পায়নি।

২০১৮ সালে দাখিলে পাশের হার ছিল ৫৭ দশমিক ৪০ শতাংশ। যা গত বছরের তুলনায় পাশের হার কম রয়েছে।

অপরদিকে ২০১৯ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৫৪ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৪০ জন শিক্ষাথী। ভোকেশনালে পাশের হার ৬১ দশমিক ৩৭ শতাংশ। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৩৫ জন অংশ নিয়ে পাশ করেছে ১৯ জন। পাশের হার রয়েছে ৫৪ দশমিক ২৮ শতাংশ।

এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটেছে। এ বছর একটি প্রতিষ্ঠানও শতভাগ পাশ করেনি।