ঘূর্ণিঝড়ে সতর্ক থাকবেন যেভাবে

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঝড়ে অসাবধানতাবশত বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা এড়াতে কিছু বিষয়ের প্রতি সাবধানতা অবলম্বন করা উচিত। এতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। ঝড়কে ভয় না পেয়ে বরং মোকাবেলা করতে হবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। চলুন তবে জেনে নেয়া যাক ঘূর্ণিঝড়ে সতর্ক থাকবেন যেভাবে-

১. টেলিভিশন, রেডিও ও সোশ্যাল মিডিয়া থেকে সবসময় ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন।

২. গুজব না ছড়ানো বন্ধের পাশাপাশি আতঙ্কিতও হবেননা।

৩. প্রয়োজনীয় কাগজপত্র, ঔষধ, খাদ্য, পানীয়, মোমবাতি, দেশলাই, একত্রিত করে হাতের কাছেই রাখুন।

৪. মোবাইল, টর্চ, লাইটে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।

৫. শিশু ও বয়স্কদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করে রাখুন।

৬. ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক যন্ত্র যেমন- টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইল ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন।

৭. বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন।

৮. ঝড় শুরু হলে কখনো ছাদে দাঁড়াবেননা বা জানালার কাছে থাকবেননা। এসময় দরজা জানালা বন্ধ রাখুন।

৯. জলপথ এড়িয়ে চলুন।

১০. কোনো মাটির ঘর বা ভাঙ্গা বাড়ি ও গাছের নিচে আশ্রয় নিবেননা।

১১. সমুদ্রতীর ও নিকটবর্তী স্থান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন। সূত্র : ডেইলি বাংলাদেশ