ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে রানাগাছায় মানববন্ধন ২ অক্টোবর নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পোষা বিড়াল খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং, পুরস্কার ঘোষণা বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে বাস চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত, বাসে অগ্নিসংযোগ বকশীগঞ্জে বাইসাইকেলে বাসের ধাক্কা, এক শিশু নিহত মেলান্দহে অসহায় শুভা আক্তারের রাজকীয় বিয়ে দিলেন সিরাজগঞ্জের পাখিপ্রেমী মামুন বিশ্বাস তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ

নকলা-চন্দ্রকোনা রাস্তার বেহাল দশা: ১৫ মিনিটের পথ যেতে লাগে ১ ঘন্টা

নকলা-চন্দ্রকোনা রাস্তার বেহাল দশা। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা-চন্দ্রকোনা রাস্তার বেহাল দশা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা শহর থেকে চন্দ্রকোনা বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশা। এ রাস্তার পুরোটাই পিচ, বালু, খোয়া, গুরুত্ব¡পূর্ণ স্থানে কারপেটিং ও ইটের সলিং উঠে গিয়ে পানি জমে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একেবারেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে রাস্তার দুইপাশও ভেঙ্গে সরু হয়ে গেছে। বড় গরুর হাট, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠিান ও শস্যের গুদাম, পুলিশ ফাঁড়িসহ ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত এ এলাকা। ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যানবাহন চালকসহ সাধারণ যাত্রীরা।

সড়ক বিভাগের তথ্যমতে, ২০১৩-১৪ অর্থ বছরে ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি পাকা করা হয়। তবে বছর যেতে না যেতেই এ সড়কের পিচ, আট, বালু উঠে যায়। পরবর্তীতে জোড়া তালি দিয়ে কিছু মেরামত কাজ করা হলেও দীর্ঘ ২-৩ বছর এ রাস্তাটি সংস্কার বা পুন:নির্মাণের উদ্যেগ নেয়া হয়নি। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে নকলা শহর থেকে চন্দ্রকোনা বাজার পর্যন্ত যাতায়াতের একমাত্র সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন এলাকাবাসী।

নকলার সাথে চন্দ্রকোনা যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের সংখ্যা বেড়ে চললেও কর্তৃপক্ষ উদাসীন। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সিএনজিচালক মোকলেছ, যাত্রী সাদ্দাম, জুয়েল ও পথচারী ইয়াসিন জানান, এ সড়কে প্রতিদিন শতশত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনাসহ বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তাই পথচারীসহ সংশ্লিষ্টরা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

উপজেলা প্রকৌশলী ভিভূতী মোহন পাল বাংলারচিঠিডটকমকে বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনীয় বরাদ্ধ পাওয়া গেছে এবং দরপত্রও আহবান করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান পেলে খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে রানাগাছায় মানববন্ধন

নকলা-চন্দ্রকোনা রাস্তার বেহাল দশা: ১৫ মিনিটের পথ যেতে লাগে ১ ঘন্টা

আপডেট সময় ০৭:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
নকলা-চন্দ্রকোনা রাস্তার বেহাল দশা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলা শহর থেকে চন্দ্রকোনা বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশা। এ রাস্তার পুরোটাই পিচ, বালু, খোয়া, গুরুত্ব¡পূর্ণ স্থানে কারপেটিং ও ইটের সলিং উঠে গিয়ে পানি জমে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একেবারেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে রাস্তার দুইপাশও ভেঙ্গে সরু হয়ে গেছে। বড় গরুর হাট, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠিান ও শস্যের গুদাম, পুলিশ ফাঁড়িসহ ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত এ এলাকা। ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যানবাহন চালকসহ সাধারণ যাত্রীরা।

সড়ক বিভাগের তথ্যমতে, ২০১৩-১৪ অর্থ বছরে ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এ সড়কটি পাকা করা হয়। তবে বছর যেতে না যেতেই এ সড়কের পিচ, আট, বালু উঠে যায়। পরবর্তীতে জোড়া তালি দিয়ে কিছু মেরামত কাজ করা হলেও দীর্ঘ ২-৩ বছর এ রাস্তাটি সংস্কার বা পুন:নির্মাণের উদ্যেগ নেয়া হয়নি। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে নকলা শহর থেকে চন্দ্রকোনা বাজার পর্যন্ত যাতায়াতের একমাত্র সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন এলাকাবাসী।

নকলার সাথে চন্দ্রকোনা যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের সংখ্যা বেড়ে চললেও কর্তৃপক্ষ উদাসীন। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সিএনজিচালক মোকলেছ, যাত্রী সাদ্দাম, জুয়েল ও পথচারী ইয়াসিন জানান, এ সড়কে প্রতিদিন শতশত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনাসহ বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তাই পথচারীসহ সংশ্লিষ্টরা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

উপজেলা প্রকৌশলী ভিভূতী মোহন পাল বাংলারচিঠিডটকমকে বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনীয় বরাদ্ধ পাওয়া গেছে এবং দরপত্রও আহবান করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান পেলে খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে।