মাদারগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

শিলাবৃষ্টিতে পরা বড় বড় শিলা। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩০ মার্চ দুপুরে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে ধান ও অন্যান্য সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ৩০ মার্চ দুপুর দুটার পর থেকে আকস্মিক শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘন্টা স্থায়ী শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে বিস্তীর্ণ জমির ইরি-বোরো ফসল, শসা, মরিচ, করল্লা, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তারা আরো জানান, কোনো কোনো শিলার ওজন ছিল প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম। এতো বড় বড় শিলা এর আগে তারা কখনো দেখেননি বলেও জানিয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদ বাংলারচিঠি ডটকমকে জানিয়েছেন, শিলাবৃষ্টিতে উঠতি ইরিবোরো ধান, পাট. ও সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি আমের মুকুলের এবং আন্যান্য ফলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।