জামালপুর এপেক্স ক্লাবের পালাবদল অনুষ্ঠিত

শপথবাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান নাসির উদ্দিন উজ্জ্বল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর এপেক্স ক্লাবের ৩৭তম পালাবদল-২০১৯ সম্পন্ন হয়েছে। জামালপুর শহরের দেওয়ানপাড়ায় হোটেল শ্যামল বাংলায় ৩০ মার্চ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর এপেক্স ক্লাবের ৩৭তম পালাবদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কমিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু। এতে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন পিএনপি এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতীল, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান খোরশেদ উল আলম অরুন, এনওয়াইসিডি এপেক্সিয়ান সায়েম টিপু, ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী, এপেক্সিয়ান মতিন সিকদার, জামালপুরের আজীবন সদস্য এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা ও পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান সফি কামাল চৌধুরী।

পালাবদল অনুষ্ঠানে ২০১৯ সালের জন্য নির্বাচিত জামালপুর এপেক্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী বোর্ডে এপেক্সিয়ান ময়না আকন্দকে প্রেসিডেন্ট এবং এপেক্সিয়ান মনজুরুল ইসলামকে সেক্রেটারি করে নতুন বোর্ডের সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান নাসির উদ্দিন উজ্জ্বল তাদেরকে শপথবাক্য পাঠ করান।

নবগঠিত বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সায়েম মো. সাদাত-উল-করিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ জলিল, ট্রেজারার এপেক্সিয়ান সুমন কুমার সাহা, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান মো. আবু সায়েদ, মেম্বারশীফ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান শফিক জামান লেবু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেডিং ডাইরেক্টর এপেক্সিয়ান সাযযাদ আনসারী, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আরিফুজ্জামান আকন্দ।

পালাবদলের সাংগঠনিক বিভিন্ন আনুষ্ঠানিতা ছাড়াও অংশগ্রহণকারী অতিথি, সকল এপেক্সিয়ান, সাংবাদিক ও বিভিন্ন ক্লাবের সদস্যদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। এ ছাড়াও আয়োজন করা হয় র‌্যাফেল ড্র।