জামালপুরে বশেফমুবিপ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : আলী আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস জামালপুর শহরের দেওয়ানপাড়ায় বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ মাঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

মির্জা আজম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রশাসনিক, একাডেমিক ও আবাসিক অবকাঠামো গড়ে তুলে সেখানে কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে। ততদিন এই অস্থায়ী ক্যাম্পাস থেকেই শিক্ষার্থীদের কষ্ট করে লেখাপড়া চালিয়ে যেতে হবে। তবে নবীন শিক্ষার্থীরা যাতে ভালোমতো লেখাপড়া করতে পারে এজন্য সকল সুযোগ-সুবিধা এই অস্থায়ী ক্যাম্পাসে করে দেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষক, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, কমনরুম, কম্পিউটার ল্যাব থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই থাকবে এই অস্থায়ী ক্যাম্পাসে। যাতে করে শিক্ষার্থীদের কোনো প্রকার সেসন জটের কবলে পড়তে না হয়।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অভিভাবক ও নবীন শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

তিনি আরও বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। জামালপুরে হলেও এই বিশ্ববিদ্যালয়ে দেশের প্রায় সব জেলা থেকেই মেধাবী ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছে। অন্যজেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক থাকার ব্যবস্থা করে দেওয়া হবে খুব শিগগির। তিনি শিক্ষার্থীদের একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে লেখাপড়ার মাধ্যমে নিজেদের জীবন গড়ার আহবান জানান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও পরিকল্পনা শাখার পরিচালক আব্দুর রাজ্জাক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ড. মাহবুবুর রহমান ও ড. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদের গণিত, প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের ১৩৪ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।