নকলায় ধানের ব্লাস্ট রোগ পরিচিতি ও দমন ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নকলায় ধানের ব্লাস্ট রোগ পরিচিতি এবং দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় পরিবর্তিত জলবায়ুতে ব্লাস্ট রোগ দমন ব্যবস্থাপনার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ধানের ব্লাস্ট রোগ পরিচিতি ও দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রি গাজীপুরের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল লতিফ, পিএসও ড. মো. সেলিম মিয়া প্রমুখ।