বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুুব আলম, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা পিআইও হাসান মাহবুব খান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকবৃন্দ । ছবি : বাংলারচিঠি ডটকম

এদিকে বকশীগঞ্জের শহীদ আহাদুজ্জামান সড়কে অবস্থিত আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক জুলফিকার মামুুন, প্রভাষক এস এম আল আমিন, প্রভাষক পাবেল মিয়া, প্রভাষক ফরিদ উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

এদিকে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৭ মার্চ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কেক কাটা অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফর রহমান, স্থানীয় ব্যবসায়ী মুহসিন রেজা রিপন, শিক্ষক আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : বাংলারচিঠি ডটকম

এদিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহকারী অধ্যাপক আফসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবলু, শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক গাজী মো. আলী আকবার , সহকারী শিক্ষক ফাতেমা আক্তার লিপি , শিক্ষক হারুনুর রশিদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য সবুজ মিয়া, সুজন মিয়া, রকিবুল হাসান বিদ্রোহী, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা, সাধারণ সম্পাদক রিপন গাজী প্রমুখ।