সিএনজিচালক শফিকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
বাংলারচিঠি ডটকম ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজিচালক শফিকুল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। ১০ মার্চ দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. ইকবাল হোসেন এ আদেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আদালতে তিন আসামির মধ্যে দুইজন উপস্থিত ছিলেন। তবে অন্য এক আসামি ৭ বছর ধরে পলাতক রয়েছে বলে জানা গেছে।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী বিশ্বনাথ পাল। রাষ্ট্রপক্ষের একমাত্র আইনজীবী ছিলেন এ. বি. এম নুরুজ্জামান খোকন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসমাঈল, জিয়াউল হাসান ও পলাতক সুরুজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবি এ বি এম নুরুজ্জামান খোকন বলেন, দণ্ডিতরা ২০১১ সালের ১২ মার্চ সিএনজিচালক শফিকুল ইসলামকে খুন করে তার সিনএনজি ছিনতাই করে নিয়ে যায়। পরে নিহত শফিকুলের বাবা আবুল হোসেন ওরফে হোসেন আলী বাদী ১৩ মার্চ সন্ধায় ভালুকা মডেল থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফায়েজুর রহমান প্রথমে ইসমাঈল ও জিয়াউল হাসানকে গ্রেপ্তার করেন। পরে তারা সুরুজের নাম বলেন।
তিনি আরো বলেন, মামলা দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ দণ্ডিত ৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। প্রায় সাত বছর পর ১০ মার্চ ২ আসামির উপস্থিতেই তাদের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। মামলার অপর আসামি সুরুজ প্রথম থেকেই পলাতক রয়েছেন।
উল্লেখ, ময়মননিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামের সিএনজিচালক শফিকুল ইসলাম ২০১১ সালের ১২ মার্চ সকালে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসে নাই। পরে ১৩ মার্চ বিকেলে উপজেলার বিলাইজুড়া খালপারে একটি লাশের খবর পেয়ে স্বজনরা গিয়ে শফিকুলের লাশ সনাক্ত করেন। সূত্র : ডেইলি বাংলাদেশ
সর্বশেষ
- জামালপুরে লকডাউন বাস্তবায়নে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
- জামালপুরে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
- অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী
- দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭ জন
- বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
- ব্রাজিলে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৫৬০ জন
- বকশীগঞ্জে রমজান উপলক্ষে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
- লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
- যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না
- ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা
- বিএনপি ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত