জামালপুর সদর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

১০ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুরে বিশেষ বর্ধিত সভা করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ। ৬ মার্চ বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, হযরত আলী রিপন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।

এ ছাড়া বর্ধিত সভায় জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান বেলাল, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিটু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (একক) জামালপুর জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান টিটু। ছবি : বাংলারচিঠি ডটকম

দলীয় সূত্রে জানা গেছে, ১০ মার্চ আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে এবং জয়ের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।

সভায় আরো জানানো হয়, ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী তিনজন। তাই সকলকে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সাধারণ ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনার কথাও জানান নেতৃবৃন্দ। সভায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।