মাদারগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

ভেকু গাড়ি দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ আবাসিক ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ২৭ ফেব্রুয়ারি দিনব্যাপী এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, ওসি তদন্ত জয়-ই মুন্নাসহ শতাধিক পুলিশ নিয়ে ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান। অভিযানের সময় বাজারে জেলা পরিষদের ২১টি বিভিন্ন স্থাপনা ও বাজারের পেরিফেরি ভূমিতে ৫০টির কমবেশি স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে সরকারি জমিগুলো দখলে নিয়েছিল। সেগুলো দখলমুক্ত করতেই এ অভিযান চালানো হয়।