নরুন্দিতে মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা মো. কছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা মো. কছিম উদ্দিন আর নেই। তিনি ১০ ফেব্রুয়ারি রাত ১০টায় সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের দাপুনেশ্বর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।

১১ ফেব্রুয়ারি বেলা ২টায় নরুন্দিতে দাপুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজের আগে তাঁর মরদেহের কফিনে জাতীয় পতাকা আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম। এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মো. হায়দার আলী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

sarkar furniture Ad
Green House Ad