জামালপুরে র‌্যাবের অভিযানে ৪০টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদারগঞ্জের মানিক মিয়া ও মেলান্দহের সাইদুর মন্ডল । ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩০ জানুয়ারি রাতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন জেলার মাদারগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের খোকা মন্ডলের ছেলে মানিক মিয়া এবং মেলান্দহ উপজেলার পূর্ব ছাবিলাপুর গ্রামের জানু মন্ডলের ছেলে সাইদুর মন্ডল।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাতে জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা বড়িসহ স্থানীয় চিহ্নিত মাদক কারবারি মানিক মিয়াকে (২৭) গ্রেপ্তার করে।

একই রাতে জেলার মেলান্দহ উপজেলার পূর্ব ছাবিলাপুর গ্রামে র‌্যাবের পৃথক অভিযানে সাইদুর মন্ডল (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মাদারগঞ্জ ও মেলান্দহ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে গ্রেপ্তার দুই মাদককারবারিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালকের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।