দেওয়ানগঞ্জে বেগুনের কেজি ২ টাকা, চাষীর মাথায় হাত

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বেগুনের কেজি দু’টাকা! আবাদের খরচ না উঠায় হতাশ চাষীরা। ভরা মৌসুমে এককেজি বেগুন বিক্রি হচ্ছে দু’টাকায়। বাজারে দাম না থাকায় অনেক কৃষক তাদের বেগুন ক্ষেতেই রেখে দিচ্ছেন গোখাদ্য হিসাবে।
দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বেগুনের সুনাম থাকায় দেশের বিভিন্ন জায়গায় এর ব্যাপক চাহিদা রয়েছে। বড় জাতের গোল তাল বেগুন, চিকন লম্বা শিংনাথ, বড় সাদা সুপারগ্রিন, ছোট জাতের ঝুনকা, উত্তরা জাতের বেগুনের চাহিদা ব্যাপক।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়. দেওয়ানগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর এলাকায় ৭ হাজার বেগুনচাষী রয়েছে। ৩৫০ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন হয় ৩০-৩২ মেট্রিক টন। প্রতি বিঘায় খরচ হয় ১৫-১৮ হাজার টাকা। ১০ টাকা কেজি দরে ৬০-৭০ হাজার টাকা ভাল হওয়ার কথা।
দেওয়ানগঞ্জ পৌর হাটে বেগুন বিক্রি করতে আসা আহাম্মদ আলী বলেন, একবিঘা জমিতে বেগুন আবাদ করতে ১০-১২ হাজার টাকা খরচ হইছে। ৩ হাজার টাকাও বিক্রি করতে পারি নাই। লাভ তো দূরের কথা, হাটে বেগুন নিয়ে আসার রিকশাভাড়াও উঠে না।
কৃষক বাবুল বলেন, এবার বেগুনের ফলন ভাল। বেশি হওয়ায় বাজারের দাম পরে গেছে খরচ উঠছে না। ক্ষেতের বেগুন ক্ষেতেই রেখেছি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। এর কারণে চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এলাকায় বেগুন সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় এসব বেগুন সংরক্ষণেরও সুযোগ নেই।
- সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কবিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- রংপুর বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
- ভারতে দ্রুত ছড়াচ্ছে বার্ড ফ্লু
- চীনে আবার বাড়ছে করোনা সংক্রমণ
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, সুস্থ ৭১৮
- ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট
- রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জামালপুরের একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা
- জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের রোগ মুক্তি কামনায় দেওয়ানগঞ্জে দোয়া মাহফিল
- অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দিবে : ওবায়দুল কাদের
- ১৪ কোটি ভ্যাকসিন রাখার সক্ষমতা স্বাস্থ্যখাতের রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
- ইসলামপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা
- অর্থ আত্মসাত মামলায় ইসলামপুরের অধ্যক্ষ কারাগারে
- ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’
- ইসলামপুরে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে মারধর
- শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে চালু হল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার