জামালপুরে ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি দুপুরে জামালপুর জেলা ছাত্রদল শহরের বাইবাস সড়কে একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করে।
জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে প্রহসনমূলক নির্বাচনে হেরে গেলেও জনগণের কাছে জিতেছে বিএনপি। এই সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপির এই দাবি জনগণের কাছে যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে। এ সময় তিনি ছাত্রদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাবেক জ্যেষ্ঠ যুগ্মসম্পাদক আনিসুর রহমান বিপ্লব, সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক আহবায়ক সজীব খান, শহর ছাত্রদলের সাবেক আহবায়ক শাহ্ মাসুদ প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- অচিরেই এদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে : তথ্যমন্ত্রী
- সরিষাবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- সরিষাবাড়ীতে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ
- জামালপুরে ত্রাণ গুদাম ও তথ্য কেন্দ্র নির্মাণ কাজ শুরু
- পরীক্ষার ফলাফল প্রকাশে আইনে বাধা দূর করতে সংসদে ৩টি বিল পাস
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ২০ জনের মৃত্যু
- দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : ওবায়দুল কাদের
- বাঙালির ইতিহাস মুছে দিতেই জাতির পিতাকে হত্যা করে জিয়ার দোসররা : মির্জা আজম
- শুরু হল জামালপুর ডিএসএ কাপ বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ
- সকলের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই মুজিববর্ষের লক্ষ্য : প্রধানমন্ত্রী
- বিদেশী দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে : ওবায়দুল কাদের
- মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি গৃহহীন পরিবার
- দেওয়ানগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৭২টি গৃহহীন পরিবার
- বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার
- ইসলামপুরে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ৮৮টি গৃহহীন পরিবার