নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মীর আব্দুল আজিজ আর নেই। তিনি ২০ ডিসেম্বর রাত ১০টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
২১ ডিসেম্বর জুমার নামাজের পর জামালপুর শহরের কাছারি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইনজীবী মীর এমরুল হোসেন অংকুরের বাবা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।