মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান। এদিকে মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে আনন্দে বন্যায় মেতে উঠে শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে দেখা যায়।
দলীয় সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর সকালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষে মনোনয়ন পত্র তুলে দেন।
এদিকে আওয়ামী লীগের ত্যাগী নেতা চিকিৎসক মুরাদ হাসানকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সরিষাবাড়ীর সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মুরাদ হাসান নৌকা প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীর পিংনা, আওনা, পৌগলদিঘা, ডোয়াইল, সাতপোয়া, মহাদান, কামরাবাদ, ভাটারা, পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে আনন্দে মেতে উঠে নেতাকর্মীরা। ধুম পড়েছে মিষ্টি বিতরণের।এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।