বকশীগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অবহিতকরণ সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ নভেম্বর বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক শাহীন আল আমিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলক্ষিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ, উপজেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি মওলানা নুরুল ইসলাম, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন সভা সঞ্চালনা করেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল নিকাহ রেজিস্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।