জামালপুরে লেভেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ

ট্রেনের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে রেললাইনের ওপর নষ্ট হয়ে আটকাপড়া মালবোঝাই ট্রাকের সাথে ঢাকা-দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের বন্দেরবাড়ি লেভেলক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ দুর্ঘটনার পর থেকে জামালপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা চালের কুঁড়া বোঝাই একটি ট্রাকের (ঢাকা মোট্টো-ট ১৪-২৭৯৮) ইঞ্জিন নষ্ট হয়ে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের বন্দেরবাড়ি লেভেলক্রসিংয়ে রেললাইনের ওপর আটকা পড়ে। এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে যাত্রীবাহী ঢাকা-দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি দ্রুতবেগে আউট সিগনাল অতিক্রম করে জামালপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। স্থানীয় লোকজন লাল কাপড় উড়াতে উড়াতে ট্রেনের দিকে এগিয়ে ট্রেনচালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ এবং ট্রেনের প্রচন্ড ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। কমিউটার ট্রেনটির ১৩টি বগিতে অন্তত: পক্ষে সহস্রাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পরপরই অনেকযাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ট্রেনযাত্রী মিনারা বেগম এ ঘটনার বর্ণনা দিয়ে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘আমরা ট্রেনেই ছিলাম। খালি অনেক জোরে শব্দ শুনলাম। অনেক ভয় পাইছি। আমাদের কোনো ক্ষতি হয়নি।’

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকার ব্যবসায়ী আশরাফ আলী তার পরিবার পরিজন নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ বিকট শব্দ কানে আসে। ট্রেনও ঝাঁকুনি দিতে থাকে। বগির যাত্রীরা সবাই ভয় পায়। পরে আমরা নামার পর দেখি ট্রাকের সাথে ট্রেন ধাক্কা খাইছে। আজকে আল্লায় বাঁচাইছে।’

এ দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। মালবোঝাই ওই ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। লেভেলক্রসিংয়ে দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন ঘটনাস্থলের দুই দিকে বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের জামালপুর অঞ্চলের প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে লেভেলক্রসিং থেকে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।

এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১১টায় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও ট্রাকে থাকা চালের কুঁড়ার বস্তাগুলো সরানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছি।’