জামালপুর রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। ছবি : বাংলারচিঠি ডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটি গঠিত হয়েছে। ২০ অক্টোবর রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক রেফারি সাইদুর রহমান পলের বাসভবন সংলগ্ন স্থানে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলার জ্যেষ্ঠ রেফারি সাইদুর রহমান পলকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

রেফারি ও সোনালী ব্যাংক কর্মকর্তা মাইনুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে কাউন্সিল উদ্বোধন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেফারি ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান সফি। কাউন্সিলে বিদায়ী সাধারণ সম্পাদক রেফারি সাইদুর রহমান পল সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন রেফারি ও মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের আলোচনার ভিত্তিতে জামালপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

তিন বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন- সভাপতি পদাধিকার বলে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম-বার, চারজন সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, তজিবর রহমান, মাইনুল হক সিদ্দিকী ও সরোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পল, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, কার্যকরী সদস্য ফিফা রেফারি শাহ আলম, ফেরদৌস হোসেন লিটন, কমিনুল ইসলাম কমিন, আবুল কালাম, জাহাঙ্গীর কবীর রতন, পরাগ কুমার ভদ্র, ফিফা রেফারি শফিকুল ইসলাম ইমন, শরিফ ও ইব্রাহিম।