জামালপুরে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
দীর্ঘ প্রায় চার বছর পর ৯ অক্টোবর বিকেলে মাঠে গড়ালো সাইফ পাওয়ার ব্যাটারি জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ফুটবল লিগ। জেলা ক্রীড়া সংস্থা-ডিএসএ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী খেলার শুরুতেই জেলার কৃতী ফুটবলার প্রয়াত রোকনুজ্জামান রুকনের প্রতি শ্রদ্ধাস্বরূপ এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বেস্ট ইলেভেন দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নিরব। সর্বশেষ ২০১৫ সালে প্রথম বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় চার বছর পর ফের লিগ শুরু হওয়ায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। উদ্বোধনী খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এবারের লিগে চারটি গ্রুপে জেলার ১৬টি ফুটবল ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো- শাহজামাল ক্রীড়াচক্র, কাছারিপাড়া স্পোর্টিং ক্লাব, রশিদপুর ক্রীড়াচক্র, রেনেসাঁ, জামালপুর পৌরসভা ফুটবল একাদশ, কাছারিপাড়া ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, অনির্বাণ ক্রীড়াচক্র, জাগরণী, কাছারিপাড়া একাদশ, প্রভাতী যুব সংঘ, প্রত্যাশা তরুণ সংঘ, সুমন স্মৃতি একাদশ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভোরের টিম ও বেস্ট ইলেভেন ক্লাব।

এর আগে প্রধান অতিথি জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি স্মারক বেলুন উড়িয়ে এ ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য কামালুজ্জামান খান সাদেক, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক কালের কণ্ঠের সাংবাদিক হাকিম বাবুল, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান, মুন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন শান্ত, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম ফরিদ আজাদ প্রমুখ।
সর্বশেষ
- জামালপুরে বিএফএফ-সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫
- বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত
- নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- গবেষণা ও বিজ্ঞানের বিবর্তন দেশের উন্নয়নে অপরিহার্য : প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
- বকশীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ও সনদ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
- বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
- ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
- দোয়া ও কোরআনের বরকতে মহামারি থেকে রক্ষা করেছেন আল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী
- সংগীতশিল্পী জানে আলম আর নেই
- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী
- বাংলাদেশ এবছর কোভ্যাক্স থেকে ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছে
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, সুস্থ ৯৩৬