মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোলায়মান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ৩০ সেপ্টেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দি তদন্ত কেন্দ্রের এসআই ইউনুস ও আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পৌগলদিঘা ইউনিয়নের আধাচাকি গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোলায়মান হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক খন্দকার মাসুদ খালিদ বাংলার চিঠি ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।