জামালপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকায় ১৬ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে ডিলিং লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাাকিম আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম আসাদুজ্জামান ১৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর পৌরসভার শেখের ভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ডিলিং লাইসেন্স ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে মীম ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেলকে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। সোহেলের বাড়ি মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখার উচ্চমান সহকারী ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।